পাবনা জেলা প্রতিনিধিঃ এস,এম,আশিকুজ্জামান
অদ্য ২৮শে জানুয়ারি রোজঃবৃহস্পতি বার সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত পদ্মবিলা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে পদ্মবিলা গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যেগে ব্র্যাক-UPG বনগ্রাম, সাঁথিয়া,পাবনা শাখা অফিসের সার্বিক সহযোগিতার ৮৬ জন UPG সদস্যদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। রুগী দেখেন ডাঃমোঃকামরুল হাসান (শুভ)এমবিবিএস(ঢাকা)সিসিডি(বারডেম)পি.জি.টি(মেডিসিন),ডায়াবেটিস ও শিশু রোগ বিশেষজ্ঞ, সিনিয়র মেডিকেল অফিসার, সিটি হসপিটাল, ধানমন্ডি ঢাকা। ডাক্তার সাহেব ৬৩ জন সাধারণ রুগি ও ২৩ জন মারাত্মক রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। এবং মারাত্মক রোগিদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এছাড়াও ডাক্তার স্বাস্থ্য সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উক্ত কমিটির সভাপতি মোঃসোহেল রানা শেখ, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য মোছাঃজবেদা খাতুন অত্র গ্রামের ইউপি সদস্য মোঃগোলাম মোস্তফা এবং কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
এছাড়া আরও উপস্থিত তাপস মন্ডল, শাখা ব্যবস্থাপক-UPG, এবং অত্র অফিসের কর্মী বৃন্দ।
আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার সাধারণ জনগন তাদের সহযোগিতায় অনুষ্ঠান টি সাফল্যে মন্ডিত হয়।
—কমিটির সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন আপনাদের যে কোন কাজে আমরা কমিটির সদস্য সহ এলাকাবাসী আপনাদের পাশে থাকব এবং সব দিক দিয়ে আপনাদের কে সার্বিক সহযোগিতা করবো। এছাড়া আরও বলেন ব্র্যাক অফিস যদি আমাদের সহযোগীতা করে তাহলে আমরা ৩ মাস পর পর আমাদের গ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্প করে বিনা মূল্যে হত দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাবো।