লেখক : সাংবাদিক আব্দুল আহাদ:
সাংবাদিকের কাজ মানুষের জীবনের জন্য জরুরী। ভালোভাবে জীবন চালানোর জন্য মানুষের তথ্য ও মতামত জানা – বোঝা এবং জানানো বোঝানো প্রয়োজন হয় ।সাংবাদিকতা মানে মানুষকে এই তথ্য সেবা দেওয়া। চারপাশে কি ঘটেছে, ঘটতে যাচ্ছে, মানুষের জীবনকে তা কিভাবে প্রভাবিত করবে- মানুষকে প্রতিনিয়ত তা জানতে এবং বুঝতে হয়। না হলে নিজের ব্যক্তিজীবনে ও সম্মানিত সমাজের জীবনের জন্য জরুরী বিভিন্ন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়না মানুষ বিচিত্র জগত সম্পর্ক, যে জগতের পরিবর্তন সম্পর্কে জানতে চায়- তার কৌতুহল মিটে জীবন ও জগতের সম্ভাবনাগুলো সে বুঝতে পারে । গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক সংস্কৃতি নির্ভর করে সর্ব সাধারণের তথ্য পাওয়া এবং জানানোর অধিকারের উপর: মানুষের ভালো থাকার জন্য জরুরি বিষয়গুলোতে সমাজের সব অংশের মধ্য সচেতনতা আলোচনা-বিতর্ক তথ্যের আদান-প্রদান, জনমত গঠন ও সেটা প্রকাশের সুযোগের উপর ।এই প্রক্রিয়ায় সাংবাদিকতা মুখ্য ভূমিকা নিতে পারে। মানুষের এ চাহিদা ও প্রয়োজনগুলো মেটানোর অলিখিত প্রতিশ্রুতির জোরেই কিন্তু সাংবাদিক নিজের কাজে স্বাধীনতা অধিকারী হন, সত্য খোঁজার বিশেষ সুযোগ অধিকার দাবি করতে পারেন। সাংবাদিকের খুঁটির জোর নিহিত রয়েছে এই দায়িত্ব পালন করার মধ্যে। অন্যদিকে এই অধিকারের জোরে সাংবাদিক যখন কাজ করেন, তিনি বহু মানুষের জীবনকে প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রভাবিত করেন।সাংবাদিক এর দায়-দায়িত্ব নিতে হয়। সুতরাং সাংবাদিকের নৈতিকতার কেন্দ্রে আছে মানুষ এবং মানুষের প্রতি দায়িত্ববোধ। সাংবাদিকের কাজ মানুষকে নিয়ে, মানুষের জন্য ।রোজকার কাজ এবং সার্বিক ভাবে তার পেশাগত অধিকার ও দায়িত্বের ভিত্তিও এখানেই