প্রতিবেদকঃ সাইদুল ইসলাম আবির
ঘরের চাবি পেয়েই হাসি ফুটলো শত পরিবারের মুখে। সিরাজগঞ্জের রায়গঞ্জে মুজিব শত বর্ষ উপলক্ষ্যে ঘরহীন পরিবারগুলোর মুখে হাসি ফুটাতে
তৈরি হওয়া ১শ ঘরের চাবি তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম।
দেশ ব্যাপী গৃহ ও ভূমিহীন মানুষের জন্য প্রায় ৭০ হাজার ঘর প্রদান উপলক্ষ্য আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধনের পরই রায়গঞ্জের গৃহহীনদের হাতে চাবি ও দলীল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ উপলক্ষ্য ২৩ শে জানুয়ারী শনিবার উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্টানে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, এসিল্যান্ড সুবীর কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম রফিকুল ইসলাম প্রমুখ।